ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে ক্রমশ এগিয়ে চলেছে : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে ক্রমশ এগিয়ে চলেছে, জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধান দিবস উপলক্ষ্যে বুধবার সংসদের সংবিধান সদনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই দিনে ভারত আনুষ্ঠা
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে ক্রমশ এগিয়ে চলেছে, জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধান দিবস উপলক্ষ্যে বুধবার সংসদের সংবিধান সদনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই দিনে ভারত আনুষ্ঠানিকভাবে নিজস্ব সংবিধান গ্রহণ করে, যার অন্যতম প্রধান স্থপতি ছিলেন ডঃ বি.আর. আম্বেদকর। স্বাধীনতার পর, গণপরিষদ অন্তর্বর্তীকালীন সংসদ হিসেবেও কাজ করে। ২০১৫ সাল থেকে, ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়, যা সংবিধানের প্রণেতাদের সম্মান জানাতে এবং নাগরিকদের, বিশেষ করে তরুণদের মধ্যে এর মূল্যবোধ প্রচারের জন্য একটি দিন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধিত্বকারী ভারতীয় সংসদ, আমাদের সংবিধান প্রণেতাদের দ্বারা পরিকল্পিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শকে অক্ষুন্ন রেখে চলেছে। গত দশকে ভারত সংবিধানের স্থপতিদের দৃষ্টিভঙ্গি এবং আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে ক্রমশ এগিয়ে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande