এসআইআর, এনুমারেশন ফর্ম গ্রহণ করলেই তা জমা হয়েছে বলে ধরা হবে
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): বুথস্তরের আধিকারিক (বিএলও)-রা স্বাক্ষর করে ভোটারদের থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করলেই তা জমা হয়েছে বলে ধরা হবে। ডিজিটাইজেশনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। বুধবারের শুনানিতে নির্বাচন কমিশন আদালতে এ কথা জানিয়েছে। কমিশনের
এসআইআর, এনুমারেশন ফর্ম গ্রহণ করলেই তা জমা হয়েছে বলে ধরা হবে


নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): বুথস্তরের আধিকারিক (বিএলও)-রা স্বাক্ষর করে ভোটারদের থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করলেই তা জমা হয়েছে বলে ধরা হবে। ডিজিটাইজেশনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। বুধবারের শুনানিতে নির্বাচন কমিশন আদালতে এ কথা জানিয়েছে।

কমিশনের বক্তব্য, ডিজিটাইজেশন কমিশনের নিজস্ব কাজ। ডিজিটাইজেশনের না হলেও ফর্ম জমা হয়েছে বলে ধরা হবে। পশ্চিমবঙ্গে সরকারের দায়ের করা এসআইআর সংক্রান্ত মূল মামলায় এ দিন নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। মূল মামলাটি শোনে প্রধান বিচারপতির বেঞ্চ।

আইনজীবী প্রশান্ত ভূষণ এজলাসে জানান, যে সময়সীমার মধ্যে এসআইআর করা হচ্ছে, তাতে বিএলও-দের উপর প্রচুর চাপ তৈরি করছে। পশ্চিমবঙ্গের একজন বিএলও কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন বলেও জানান তিনি। নতুন প্রধান বিচারপতি সূর্য কান্ত এ দিন বলেন, “আমরা শুধু এসআইআরের প্রক্রিয়াগত দিক দেখছি।”

আগামী ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মামলার পরবর্তী শুনানি হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande