
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ভারত এখন কেবল বড় স্বপ্নই দেখছে না, বৃহৎ সিদ্ধান্তও নিচ্ছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভার্চুয়ালি হায়দরাবাদের জিএমআর এরোস্পেস ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাফ্রান এয়ারক্রাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া ফেসিলিটির উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন কেবল বড় স্বপ্নই দেখছে না, বৃহৎ সিদ্ধান্তও নিচ্ছে। দেশ আরও বড় সাফল্য অর্জন করছে। আমরা বড় স্বপ্ন দেখছি, আরও বড় কাজ করছি এবং সেরাটা দিচ্ছি।
প্রধানমন্ত্রী মোদী বলেন, গত কয়েক বছরে, ভারতের বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব গতিতে এগিয়েছে। এখন ভারত দ্রুততম ক্রমবর্ধনশীল অভ্যন্তরীণ বিমান চলাচল বাজারগুলির মধ্যে একটি। আমাদের অভ্যন্তরীণ বাজার বিশ্বের তৃতীয় বৃহত্তম। এখন ভারতের জনগণের আকাঙ্খা এক নতুন আকাশ ছুঁয়েছে। তাই, ভারতে বিমান ভ্রমণের চাহিদা বাড়ছে। আমাদের বিমান সংস্থাগুলি ক্রমাগত তাদের বিমান পরিষেবা সম্প্রসারণ করছে। ভারতীয় বিমান সংস্থাগুলি ১৫০০ টিরও বেশি নতুন বিমানের অর্ডার দিয়েছে। ভারতের বিমান সেক্টরের দ্রুত সম্প্রসারণের কারণে, রক্ষণাবেক্ষণ, মেরামতের প্রয়োজনীয়তা বাড়ছে। আমাদের এমআরও কাজের ৮৫% দেশের বাইরে হচ্ছে। এর ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং আরও সময় লেগেছে; বিমানগুলি দীর্ঘ সময়ের জন্য গ্রাউন্ডেড থাকত। ভারতের মতো বৃহৎ বিমান চলাচল বাজারের জন্য এই পরিস্থিতি ভালো ছিল না। তাই, এখন ভারত সরকার দেশকে একটি বৃহৎ এমআরও হাব হিসেবে গড়ে তুলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা