
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। বুধবার তিনি বলেন, আসন্ন বাংলার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই বিদায়ের মুখোমুখি হতে চলেছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর-এর অভিযোগ এনে তিনি আসল বিষয়গুলি থেকে সরে যাচ্ছেন।
শাহনওয়াজ এও বলেন, বাংলার ভোটাররা এই নাটকটি বোঝেন এবং এর প্রতিক্রিয়া জানাবেন। তৃণমূল কংগ্রেস বাংলায় কোনও কাজ করেনি বরং বিভেদ সৃষ্টির রাজনীতি করছে। যদি কোনও তৃণমূল বিধায়ক মসজিদ তৈরি করতে চান, তাহলে তা কবিরের নামে হোক, এমনকি তার বাবার নামেও হোক, কিন্তু বাবরের নামে কেন? তাদের কাছে তিনি কে? তৃণমূল কেন বাবরের প্রতি এত স্নেহ দেখায়?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা