
ঢাকা, ২৬ নভেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাজা রদে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে হবে। বুধবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশের কথা জানিয়েছে।
গত ১৭ নভেম্বর শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে ওই ট্রাইবুনাল। বুধবার পুরো রায় প্রকাশ করেছে তারা।
প্রশ্ন হল শেখ হাসিনাকে ফাঁসির সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন? নিয়ম হল উচ্চ আদালতে আপিল করতে হলে নিম্ন আদালতের রায় মেনে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে। অথবা পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করবে। তারপর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন।
হাসিনা ও কামাল দুজনের কারও এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে আইনজীবী মারফত তাঁরা আবেদন করার সুযোগ পেতে পারেন। তবে আবেদন করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত