পদিমা–১ পঞ্চায়েতে সামাজিক নিরীক্ষা গ্রামসভার আয়োজন
পূর্ব মেদিনীপুর, ২৬ নভেম্বর (হি.স.): সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে রামনগর–১ ব্লকের পদিমা–১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল সামাজিক নিরীক্ষা গ্রামসভা। পদিমা–১ পঞ্চায়েত অফিসের সভাগৃহেই
পদিমা–১ পঞ্চায়েতে সামাজিক নিরীক্ষা গ্রামসভার আয়োজন


পূর্ব মেদিনীপুর, ২৬ নভেম্বর (হি.স.): সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে রামনগর–১ ব্লকের পদিমা–১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল সামাজিক নিরীক্ষা গ্রামসভা। পদিমা–১ পঞ্চায়েত অফিসের সভাগৃহেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

পঞ্চায়েত প্রধান অশোক চন্দ জানান, এদিন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প (মনরেগা), জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প, বার্ধক্যভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক কেন্দ্র ও রাজ্যের প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। প্রকল্পভিত্তিক সুবিধাভোগীর তালিকা, কাজের মান, বরাদ্দ অর্থের ব্যবহার সবকিছুই খতিয়ে দেখা হয় কর্মসূচিতে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সদস্য-সদস্যারা, আধিকারিক এবং কর্মচারীরা। সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মতামত ও অভিযোগ শুনে তা নথিভুক্ত করা হয় বলে পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি




 

 rajesh pande