
গুয়াহাটি, ২৬ নভেম্বর(হি.স.): পরপর দুটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল ভারত। প্রথমটা ছিল গত বছর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩-০তে ,আর এবার হোয়াইটওয়াশ হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০তে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নরা ভারতকে তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করল ২৫ বছর পর। ২০০০ সালে হ্যান্সি ক্রনিয়ের দল ভারতকে হোয়াইটওয়াস করেছিল। টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার ভারতকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করা প্রোটিয়ারা গুয়াহাটি টেস্ট জিতেছে ৪০৮ রানে।
২ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নামা ভারত পঞ্চম দিনে লাঞ্চ পর্যন্তও খেলতে পারেনি। কেশব মহারাজ ও সাইমন হার্মারের ঘূর্ণিতে ১৪০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। পঞ্চম দিনে ২৭ রানে ২ উইকেট নিয়ে খেলতে নামা ভারত শুরু থেকেই উইকেট হারাতে থাকে। নাইটওয়াচম্যান কুলদীপ বেশিক্ষণ টিকতে পারেননি। হার্মারের বলে বোল্ড আউট হন। এরপর জুরেলও হার্মারের বলেই আউট হন।
এরপর ঋষভ পন্থ নেমে কিছুটা হালকা ঝড় তুললেও তাকেও নেন হার্মার। শুধু মাএ জাদেজার ৫৪ রানের ইনিংস ভারতকে একশ রান পেরোতে সাহায্য করেছে। শেষ পর্যন্ত ভারতের ৬ ব্যাটারকে আউট করেন হার্মার। দুই উইকেট পান মহারাজ আর একটি করে উইকেট পান মুতুসামি ও ইয়ানসেন। দুই ইনিংসে হার্মার পেয়েছেন ৯ উইকেট এবং ইয়ানসেন ৭ উইকেট।
গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে ৪৮৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারত করে মাত্র ২০১ রান। ভারত ফলো অন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। দ্বিতীয় তারা করে ৫ উইকেটে ২৬০ রান। তাতে ভারতের লক্ষ্য দাঁড়ায় অবিশ্বাস্য ৫৪৯ রান। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানেই শেষ হয়ে যায় ভারত।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি