
হাওড়া, ২৬ নভেম্বর (হি.স.): এসডিপিও অফিসের ঢিল ছোড়া দূরত্বেই কালী মন্দির, আর সেই কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার গভীর রাতে উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের উত্তর জগদীশপুর শতমুখী শশ্মানের শ্রী শ্রী অভয়া কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দির কমিটির দাবি, চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য লক্ষাধিক টাকা। ঘটনার তদন্তে নেমেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
জানা যাচ্ছে, তালা ভেঙে মন্দিরে ঢুকে বিগ্রহের গয়না এবং টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে হাওড়ার উলুবেড়িয়া থানার কাছেই উত্তর জগদীশপুর শতমুখী শ্মশানে অভয়া কালীমন্দিরে এই চুরির ঘটনা ঘটে। মন্দির কমিটির অভিযোগ, কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। মন্দিরের অফিস ঘরে রাতে লোক থাকেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই দুষ্কৃতী বাইরে থেকে সেই ঘরের দরজায় শিকল তুলে দিয়ে ওই কাণ্ড ঘটায়। মন্দির চত্বরের কয়েকটি সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় তারা। টাকা নিয়ে প্রণামী বাক্স ঝোপে ফেলে দেয়। তদন্তে নেমেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা