
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.) : রেড রোডে সংবিধান দিবসের অনুষ্ঠান উপলক্ষে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা ময়দানে ড. বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন তিনি।
এরপর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে এদিন এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে - তীব্র ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেছেন। তিনি মনে করিয়ে দেন, ড. বি.আর. আম্বেদকর অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন - যা বাংলার গর্ব। নাগরিকত্ব, এনআরসি ও সিআর - এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে এবং তৎসহ গণতান্ত্রিক অধিকারকেও খর্ব করা হচ্ছে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন বিএলওদের সমস্যা নিয়ে ক্ষোভ রয়েছে। “একটি বৈঠকের জন্য ৪৮ ঘণ্টা অপেক্ষা - এ কেমন প্রশাসনিক অহঙ্কার!” সারা দেশে বিএলও মৃত্যুর দায় উল্লেখ করে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তোলেন।
বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর দাবি, স্বাধীনতার লড়াইয়ে বাংলার অবদান এখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। “জয় হিন্দ বা বন্দে মাতরম উচ্চারণেও বাধা—এতে বাংলার পরিচয়কে আঘাত করা হচ্ছে,” মন্তব্য তাঁর। একইসঙ্গে তিনি ২০২৯ সালে কেন্দ্রের পরিবর্তনের ভবিষ্যদ্বাণী করেছেন ও বলেছেন, “আমরা সংবিধান মেনে চলব, কোনও রাজনৈতিক নির্দেশ নয়।”
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত