রানিনগরে কাশির নিষিদ্ধ সিরাপ-সহ ধৃত দুই
মুর্শিদাবাদ, ২৬ নভেম্বর (হি.স.): ৯৩৯ বোতল কাশির নিষিদ্ধ সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল মুরাদ শেখ ও শরিফ সরকার। তাদের বাড়ি রানিনগর এলাকায়। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরে
রানিনগরে কাশির নিষিদ্ধ সিরাপ-সহ ধৃত দুই


মুর্শিদাবাদ, ২৬ নভেম্বর (হি.স.): ৯৩৯ বোতল কাশির নিষিদ্ধ সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল মুরাদ শেখ ও শরিফ সরকার। তাদের বাড়ি রানিনগর এলাকায়। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরের মরিচা এলাকায় অভিযান চালিয়ে ওই সিরাপ উদ্ধার করে পুলিশ। বুধবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, দিনকয়েক আগেই নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে ১০৩৯ বোতল নিষিদ্ধ সিরাপ সহ এক মহিলা এবং চারজন পুরুষকে আটক করেছিল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হাসখালি বর্ডারে বিশেষ অভিযান চালিয়ে ১০৩৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। ঘটনায় তিনটি গাড়িও আটক করা হয়। এই তিনটি গাড়িতে মোট নটি ব্যাগ ছিল। তার মধ্যে থেকেই ১০৩৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande