
বাঁকুড়া, ২৬ নভেম্বর (হি.স.) : বাঁকুড়া জেলায় পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার সকালে হিড়বাঁধের রাঙামেটিয়ায় বাঁকুড়া–খাতড়া ২ নম্বর রাজ্য সড়কে একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বটগাছে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় গাড়ির ভেতরে থাকা এক চিকিৎসক ও চালক আহত হন। পুলিশ দু’জনকে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
এর আগের দিন, মঙ্গলবার গঙ্গাজলঘাটির লাগাপাড়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী কামাক্ষা নন্দীর। গুরুতর আহত হন তাঁর সঙ্গী, যিনি সদানন্দপুরের বাসিন্দা। এছাড়া পথ দুর্ঘটনায় বাঁকুড়া সদর থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার উজ্জ্বল শিটের মৃত্যু হয়। মোটরসাইকেল নিয়ে ফেরার সময় একটি চারচাকার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে বাঁকুড়া হাসপাতালে এবং পরে দুর্গাপুরে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। টানা দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে জেলায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট