
দক্ষিণ ২৪ পরগনা, ২৬ নভেম্বর (হি.স.): বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই কিশোরের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সাগর সরকার ও দেব কুমার নামে ওই এলাকারই বাসিন্দা বছর ষোলোর দুই কিশোর রাতে ব্যাডমিন্টন খেলে হেঁটে বাড়ি ফিরছিল। সেই সময়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। একটি বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তার ধারে থাকা দোকানের ভিতর ঢুকে যায় গাড়িটি। ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। গুরুতর জখম হন গাড়ির চালক। পুলিশ গাড়িটিকে আটক করেছে।
পরিবার সূত্রে জানা যায়, রাতে ব্যাডমিন্টন খেলতে বেরোনোর আগে বাবার সঙ্গে শেষবার কথা বলেছিল সাগর। রাত সাড়ে দশটার মধ্যে বাড়ি ফেরার কথা জানানো হলেও এরপর আর ঘরে ফেরেনি সে। সকালে উঠে দুঃস্বপ্নের মতো খবর পান পরিবারের সদস্যরা, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই কিশোরের।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, সোনারপুরের দিক থেকে তেমাথার দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল বলে অনুমান। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে, তারপর সোজা ঢুকে পড়ে দোকানঘরে। দুই কিশোরের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ