ব্রিজের স্থান পরিবর্তনের অভিযোগে দাসপুরে গ্রামবাসীদের বিক্ষোভ
দাসপুর, ২৬ নভেম্বর ( হি. স.) শিলাবতী নদীর উপর নতুন ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হল দাসপুরের নিমতলায়। ব্রিজের নির্ধারিত স্থান পরিবর্তনের অভিযোগ তুলে বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ঘাটাল ও দাসপুর বিধানসভার একাধিক গ্রামের বাসিন
গ্রামবাসীদের বিক্ষোভ


দাসপুর, ২৬ নভেম্বর ( হি. স.) শিলাবতী নদীর উপর নতুন ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হল দাসপুরের নিমতলায়। ব্রিজের নির্ধারিত স্থান পরিবর্তনের অভিযোগ তুলে বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ঘাটাল ও দাসপুর বিধানসভার একাধিক গ্রামের বাসিন্দারা। বহুদিন ধরেই ওই এলাকায় ব্রিজ তৈরির দাবি জানিয়ে আসছিলেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা ব্যক্তিগত স্বার্থে প্রস্তাবিত স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ব্রিজ সরিয়ে দিচ্ছেন।স্থানীয়দের দাবি, দাসপুর ও ঘাটাল থানার সীমানা বরাবর ব্রিজ নির্মাণের কথা জানানো হয়েছিল ঘাটালের সাংসদ দীপক অধিকারীকেও। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে গ্রামের ওই স্থানেই ব্রিজ হবে। কিন্তু সম্প্রতি গ্রামবাসীরা দেখেন, ব্রিজের নির্মাণ প্রস্তুতি সম্পূর্ণ ভিন্ন জায়গায় শুরু হয়েছে।এই ঘটনায় বিক্ষোভ আরও তীব্র হয়। তৃণমূল কংগ্রেসের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাদের দাবি, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই ব্রিজের অবস্থান বদলানো হচ্ছে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব উন্মুক্ত রূপ নেওয়ায় তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande