
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): ফের পারদ-পতন কলকাতায়, তাপমাত্রা নামতেই শীতের আমেজ সমগ্র দক্ষিণবঙ্গে। জমজমাট ঠান্ডা গ্রাম বাংলাতেও। কলকাতায় আগামী দুই দিন নিম্নমুখী থাকবে তাপমাত্রার পারদ, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতেও ১৩ ডিগ্রি অথবা তার কিছু নিচে নামতে পারে তাপমাত্রা। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। ফলে সপ্তাহান্তে ফের উধাও হয়ে যাবে ঠান্ডা। দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমলেও, পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা