
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের পর্যটনের সাফল্যে নতুন পালক। পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্য ও আতিথেয়তায় বিদেশি পর্যটকদের আকর্ষণের তালিকায় এই মুহূর্তে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। বাংলায় অধিক সংখ্যায় এখন বিদেশি পর্যটকরা ঘুরতে আসছেন। ভারত সরকারের পর্যটন মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫ সালের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতেই পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গর্বের সঙ্গে জানাচ্ছি যে, পশ্চিমবঙ্গ দেশের অন্যতম পছন্দের আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে এবং আরও একটি দুর্দান্ত মাইলফলক অর্জন করেছে!
ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫-এ, পশ্চিমবঙ্গে দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটক এসেছেন।
কোভিড-পরবর্তী পর্যটন পুনরুত্থান হল উৎসব পর্যটন, ধর্মীয় পর্যটন-সহ পর্যটনের নতুন ক্ষেত্র তৈরি এবং প্রচারের জন্য আমাদের গৃহীত উদ্যোগের প্রতিফলন।
এদিন মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, ভারতের সবচেয়ে মধুরতম অংশ পশ্চিমবঙ্গ ভ্রমণ এবং এর সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্য উপভোগ করার জন্য দেশি-বিদেশি সকল পর্যটককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের জন্য এটি গর্বের মুহূর্ত। রাজ্যের পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ