তিন টিপিএসসি উত্তীর্ণকে নিয়োগপত্র তুলে দিলেন মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : স্বচ্ছ ও যোগ্যতা-ভিত্তিক নিয়োগ প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বুধবার নিজের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি) প
নিয়োগপত্র বিতরণ


আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : স্বচ্ছ ও যোগ্যতা-ভিত্তিক নিয়োগ প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বুধবার নিজের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ তিনজন নবনির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে নতুন প্রার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরাও।

নিযুক্তদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠতার সাথে পরিচালিত হচ্ছে। তিনি অতীতের নিয়োগপদ্ধতির সমালোচনা করে জানান যে, আগে চাকরি পেতে রাজনৈতিক সমাবেশে যোগদান বা দলীয় দফতরে ঘনঘন যাতায়াত ছিল একটি অলিখিত বাধ্যবাধকতা।

মন্ত্রী বলেন, “আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে যোগ্যতা ও কঠোর পরিশ্রমই নিয়োগের একমাত্র মানদণ্ড। এখন আর কাউকে চাকরির জন্য কারও পিছনে ছুটতে হয় না।”

নবনিযুক্তদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, সরকারের স্বচ্ছ নিয়োগনীতি বজায় থাকবে এবং ভবিষ্যতে যুবসমাজের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

এদিকে, নিয়োগপ্রাপ্তদের অভিভাবকরা সন্তানের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকারের দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার প্রশংসা করেন। তাঁদের মতে, এই পদ্ধতি রাজ্যের বিভিন্ন পরিবারের মধ্যে নতুন আত্মবিশ্বাস ও আশা তৈরি করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande