আগামীকাল ন্যাশনাল কমিশন ফর সিডিউন্ড ট্রাইব প্রতিনিধিদলের ত্রিপুরা সফর
আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের শচীন দেববর্মা মেমোরিয়াল হলে আগামীকাল কেন্দ্রীর সরকারের ন্যাশনাল কমিশন অব সিডিউলড ট্রাইব-এর চেয়ারপার্সন অন্তর সিং আর্য, সদস্য নিরুপম চাকমা, ডঃ আশা লাকরা, জুটোথু হুসেন, কমিশনের সচিব প্রশান্
ত্রিপুরা সরকার


আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের শচীন দেববর্মা মেমোরিয়াল হলে আগামীকাল কেন্দ্রীর সরকারের ন্যাশনাল কমিশন অব সিডিউলড ট্রাইব-এর চেয়ারপার্সন অন্তর সিং আর্য, সদস্য নিরুপম চাকমা, ডঃ আশা লাকরা, জুটোথু হুসেন, কমিশনের সচিব প্রশান্ত কুমার সিং, যুগ্ম সচিব অমিত নির্মল সহ অন্যান্যরা লেফুঙ্গা ব্লক পরিদর্শন করবেন এবং মতবিনিময় সভায় অংশ নেবেন।

অতিথিরা লেফুঙ্গায় সিনড ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুলে বৃক্ষরোপণ করবেন। এছাড়াও স্বাস্থ্য দফতরের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে গতকাল লেফুঙ্গা ব্লকের বিডিও-এর অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসি-এর চেয়ারম্যান রণবীর দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট উত্তম কুমার ভৌমিক, মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, লেফুঙ্গা ব্লকের বিডিও নরেন্দ্র রিয়াং, অতিরিক্ত বিডিও রাজেন্দ্র রিয়াং সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande