
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): বাংলায় এসআইআর এর কাজ তত্ত্বাবধানের জন্য আপাতত তিন নির্বাচনী আধিকারিককে দায়িত্ব দিল নির্বাচন কমিশন। তাঁরা হলেন, বি সি পাত্র, সৌম্যজিৎ ঘোষ ও বিভোর আগরওয়াল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনেই কাজ করবেন তাঁরা।
সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে টানা দু’দিনের বিক্ষোভের ঘটনায় কলকাতার নগরপালকে সতর্ক এবং পদক্ষেপের নির্দেশ দেওয়ার পরে দিল্লি থেকে বিশেষ তিন আধিকারিককে রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। তাঁরা জানিয়েছে, এখনই কমিশনের প্রধান সচিব বি সি পাত্র, সচিব সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বিভোর আগরওয়ালকে সিইও কার্যালয়ের সঙ্গে ‘অ্যাটাচ’ করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে তাঁরা কাজ করবেন। এসআইআরের কাজ শেষ হওয়া পর্যন্ত তাঁরা থাকবেন সিইও অফিসেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ