
আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : সংবিধান দেশের মানুষকে একসূত্রে বাঁধা রাখে এবং এটি ভারতের আত্মা—সংবিধান দিবস উপলক্ষ্যে এমন মন্তব্য করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বুধবার সকালে কুঞ্জবনে অবস্থিত পি.এম.–শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় (১ নং)-এ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। ছাত্রছাত্রী ও অতিথিরাও প্রস্তাবনা পাঠে অংশগ্রহণ করেন। রাজ্যপাল বলেন, “ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী ঘোষিত ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য পূরণে তাদের এগিয়ে আসতে হবে।”
বিদ্যালয়ের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যপাল ছাত্রছাত্রী ও শিক্ষকদের হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচরস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান এর রিজিওনাল অফিসের ডেপুটি কমিশনার পি.আই.টি. রাজা। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ কুমার।
অনুষ্ঠান শুরুর আগে রাজ্যপাল বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, বিজ্ঞান প্রদর্শনী কেন্দ্র ও ল্যাবরেটরি পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিন সকালে রাজভবনেও সংবিধান দিবস পালন করা হয়। রাজ্যপাল সেখানে উপস্থিত আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে নিয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। অনুষ্ঠানে রাজ্যপালের সচিব ইউ.কে. চাকমা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ