১.২৫ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ ধ্বংস করল ত্রিপুরা পুলিশ
আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বড় পদক্ষেপ নিল ত্রিপুরা পুলিশ। বুধবার ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় ধ্বংস করা হল প্রায় ১.২৫ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপের বিশাল চালান। ধলাই জেলার আমবাসা থেকে জুলাই মাসে জব্দ করা এই কফ সিরাপ আ
নেশা সামগ্রী ধ্বংস


আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বড় পদক্ষেপ নিল ত্রিপুরা পুলিশ। বুধবার ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় ধ্বংস করা হল প্রায় ১.২৫ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপের বিশাল চালান। ধলাই জেলার আমবাসা থেকে জুলাই মাসে জব্দ করা এই কফ সিরাপ আদালতের নির্দেশ এবং উচ্চ-পর্যায়ের মাদক ধ্বংস কমিটির তত্ত্বাবধানে নিষ্পত্তি করা হয়।

কমিটির প্রধান আভুলা রমেশ রেড্ডি জানান, আমবাসা থানায় প্রথমে মামলা নথিভুক্ত হলেও পরে তা ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করা হয় বিস্তারিত তদন্তের জন্য। তদন্তে ৫৯,০০০-এরও বেশি এসকফ কফ সিরাপের শিশি উদ্ধার করা হয়—যা মাদক হিসেবে ব্যাপকভাবে অপব্যবহারের কারণে নিষিদ্ধ।

স্বচ্ছতা নিশ্চিত করতে বোধজংনগরে খোলা জায়গায় এই বিপুল পরিমাণ কফ সিরাপ ধ্বংস করা হয় বলে জানান রেড্ডি। তিনি আরও বলেন, রাজ্যজুড়ে মাদক পাচারচক্রের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে এবং এনডিপিএস আইনে একাধিক মামলা তদন্তাধীন।

“নেশামুক্ত ত্রিপুরা” গড়ার লক্ষ্যে পুলিশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, ধ্বংস করা মাদকের বাজারমূল্য অত্যন্ত বেশি হওয়ায় এটি মাদকচক্রের বিরুদ্ধে বড় বার্তা।

প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে রাজ্যজুড়ে স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি চলছে। তরুণদের মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। মাদক সংক্রান্ত তথ্য জানাতে টোল-ফ্রি নম্বর ১১২, হেল্পলাইন ১৯৩৩ অথবা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে যোগাযোগের আহ্বান জানান তিনি।

স্কুল পড়ুয়াদের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে রেড্ডি বলেন, অভিভাবক, শিক্ষক, যুব সংগঠন এবং সরকারি সংস্থা—সবাইকে আরও সজাগ হতে হবে। মাদকবিরোধী কঠোর আইন মেনে তরুণদের মাদকমুক্ত পথে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande