
আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ কাশারি পট্টি ও মহিলা কলেজ এলাকায় দুই দফা অভিযান চালিয়ে মাদক পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ব্রাউন সুগার ভর্তি কন্টেইনার।
পূর্ব আগরতলা থানার অফিসার ইনচার্জ সুব্রত দেবনাথ জানিয়েছেন, মঙ্গলবার রাতে প্রথম অভিযানটি চালানো হয় কাশারি পট্টি এলাকায়। সেখানে মাদকের শিশি সরবরাহে ব্যবহৃত একটি স্কুটি আটক করে পুলিশ। তল্লাশিতে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ৪০০টি কন্টেইনারে ভর্তি ব্রাউন সুগার উদ্ধার হয়, যার মোট ওজন প্রায় ৫.২ গ্রাম। ঘটনাস্থলেই চারজনকে গ্রেফতার করা হয়। তারা হল জয়দীপ ঘোষ, রাজেশ শীল, প্রসেনজিৎ দেবনাথ ও বিকাশ দেবনাথ।
এরপর রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ দ্বিতীয় অভিযান চালানো হয় মহিলা কলেজ এলাকার সামনে। সেখান থেকেও একটি স্কুটি আটক করে পুলিশ। উদ্ধার হয় আরও ৪১০টি ব্রাউন সুগার ভর্তি কন্টেইনার। পুলিশ রাধানগরের বাসিন্দা রাকেশ দে-কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
বুধবার পাঁচ অভিযুক্তকেই আদালতে তোলা হয়। মামলার তদন্ত আরও এগিয়ে নিতে পুলিশ রিমাণ্ডের আবেদন করেছে। পুলিশ জানিয়েছে, শহরে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের পেছনে থাকা মূল ঘাঁটিগুলিও শনাক্ত করার চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ