আগরতলায় ডেন্টাল কলেজে লিফট বিপর্যয়, দমবন্ধ পরিস্থিতিতে নার্সিং অফিসার অচেতন
আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : রাজধানীর আগরতলায় গভর্নমেন্ট ডেন্টাল কলেজে বড় ধরনের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বুধবার হঠাৎ করে লিফট বন্ধ হয়ে ভেতরে আটকে পড়েন তিনজন স্বাস্থ্যকর্মী। এরমধ্যে একজন নার্সিং অফিসার। অভিযোগ, ঘটনার সময় লিফটে কোনও অপারেটর উ
ভাঙা হল লিফট


আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : রাজধানীর আগরতলায় গভর্নমেন্ট ডেন্টাল কলেজে বড় ধরনের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বুধবার হঠাৎ করে লিফট বন্ধ হয়ে ভেতরে আটকে পড়েন তিনজন স্বাস্থ্যকর্মী। এরমধ্যে একজন নার্সিং অফিসার। অভিযোগ, ঘটনার সময় লিফটে কোনও অপারেটর উপস্থিত ছিলেন না। আটকে পড়া অবস্থায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হলে এক নার্সিং অফিসার অচেতন হয়ে পড়েন। প্রায় দেড় ঘন্টা পর উদ্ধার করা হয়েছে তাঁদের।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিফটের দু'টি দরজা ভেঙে আটকে পড়া তিনজনকে উদ্ধার করে। তবে এত গুরুতর ঘটনাতেও হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীন ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে কর্মীদের মধ্যে।

এই ঘটনায় হাসপাতালের লিফট রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে। কর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই লিফটের সমস্যার কথা জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলেজ চত্বরজুড়ে। কর্মী ও চিকিৎসকদের দাবি, অবিলম্বে লিফট ব্যবস্থার আধুনিকায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande