
আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)। বুধবার অ্যাপোলো হাসপাতাল এবং আলটিয়াস গ্রুপের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি উদ্যোগের সহায়তায় টিটিএএডিসি-এর অধীনে ছয়টি মোবাইল মেডিকেল ইউনিট উদ্বোধন করেন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদ্যোত জানান, এই মোবাইল ইউনিটগুলি গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় সরাসরি স্বাস্থ্য পরিষেবা নিয়ে যাবে, ফলে প্রাথমিক চিকিৎসার জন্য আগরতলা পর্যন্ত দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার প্রয়োজন কমবে। মোবাইল মেডিকেল ইউনিটগুলি নির্ধারিত রুটে চলবে, স্বাস্থ্য শিবির করবে এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত অঞ্চলে চিকিৎসা পরিষেবা বৃদ্ধি করবে। উদ্যোগটির ফলে প্রায় ৩০টি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এমডিসি প্রদ্যোত বলেন, “এখন কোম্পানিগুলি ছোট অনুদানে সীমাবদ্ধ না থেকে বৃহৎ পরিসরে স্বাস্থ্য পরিষেবায় এগিয়ে আসছে। সরকারি সহায়তা যেখানে সীমাবদ্ধ, সেখানে এ ধরনের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ করছে—হোক তা অ্যাম্বুলেন্স পরিষেবা কিংবা প্রয়োজনীয় চিকিৎসার তহবিল।”
জনজাতি বসতি অঞ্চলের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ও সমবেত প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রদ্যোত আরও সংস্থাকে স্বাস্থ্য পরিষেবা, ক্রীড়া অবকাঠামো, স্মার্ট ক্লাসরুম, মাদকবিরোধী কর্মসূচি এবং যুব উন্নয়ন প্রকল্পে এগিয়ে আসার আহ্বান জানান। প্রদ্যোতের কথায়, “আমাদের সম্প্রদায়গুলির শক্তিশালী হতে ধারাবাহিক সহায়তা প্রয়োজন। এই ধরনের উদ্যোগ আরও বৃদ্ধি পেলে প্রকৃত উন্নয়ন সম্ভব।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ