
ধর্মনগর (ত্রিপুরা), ২৬ নভেম্বর (হি.স.) : গভীর রাতে উত্তর ত্রিপুরার ধর্মনগরে কংগ্রেস অফিসে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার রাত ১০টা ৩০ থেকে ১১টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা শতাব্দী প্রাচীন কংগ্রেস ভবনে আগুন ধরানোর চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ধর্মনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
বুধবার সকালে কংগ্রেস কর্মীরা ভবনে প্রবেশ করে পোড়া জাতীয় পতাকা, ভাঙা চেয়ার-টেবিলসহ অগ্নিসংযোগের একাধিক চিহ্ন দেখতে পান। অভিযোগ, ভবনের বাইরেও বেশ কয়েকটি দলীয় পতাকা আগুনে পুড়ে গেছে।
জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী সরাসরি বিজেপি কর্মীদের এই ঘটনার জন্য দায়ী করে বলেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসা। বিজেপি যতই বিদ্বেষপূর্ণ চেষ্টা করুক, কংগ্রেস পিছিয়ে যাবে না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
ঘটনার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা দুপুরে জেলা অফিসের সামনে রাস্তা অবরোধ করেন এবং পরে শহরজুড়ে প্রতিবাদ মিছিল বের করেন। পরবর্তীতে দলীয় নেতৃত্ব ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ