
মুর্শিদাবাদ, ২৬ নভেম্বর (হি.স.): ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। হরিহরপাড়ার শ্রীহরিপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম আল আমীন মণ্ডল ওরফে রবি। তাঁর বাড়ি হরিহরপাড়া বিডিও রোড এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে চাষের কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছু দূরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধান খেতে উল্টে যায় ট্রাক্টরটি। ট্রাক্টরের তলাতেই চাপা পড়ে গুরুতর জখম হন আল আমীন ওরফে রবি। পথচলতি মানুষ ঘটনাটি দেখে চিৎকার করতে শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী ছুটে এসে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু লাভ হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। যুবকের এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিবার-পরিজনেরা। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ