
উদয়পুর (ত্রিপুরা), ২৬ নভেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের হোলাখেত রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বুধবার বিকেলে একটি গাড়ির ভিতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক ও এক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখেন এবং তৎক্ষণাৎ পুলিশ ও দমকল অফিসে খবর দেন।
দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে গাড়ির সামনের আসন থেকে সুহেল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁকে জীবিত মনে হলেও, চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। গাড়ির পেছনের আসন থেকে উদ্ধার করা হয় যুবতী জান্নাত আক্তারের গুলিবিদ্ধ মৃতদেহ। দু’জনেরই বাড়ি কাঁকড়াবন থানার আমতলি ও শীলঘাঁটি এলাকায়।
ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির ভেতর থেকেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দাই প্রথমে পিস্তলটি দেখতে পান, পরে পুলিশ সেটি জব্দ করে তদন্তে নেমেছে।
ফরেনসিক দল গাড়িটি পরীক্ষা করে প্রাথমিক নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জান্নাতের মাথার পেছনে এবং সুহেলের বাম বুকে গুলি লেগেছে। তবে এটি খুন নাকি আত্মহত্যা—তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ধারণা দেয়নি পুলিশ। তদন্তকারীরা গাড়ির সিসিটিভি ফুটেজ, দু’জনের কল ডিটেইলস এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।
দু’টি মৃতদেহ বর্তমানে গোমতী জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা আছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হতে পারে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ