
কাবুল, ৩ নভেম্বর (হি.স.): সোমবার ভোররাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ থেকে বেড়ে হলো ২০ জন। বেড়েছে আহতের সংখ্যাও। ২৬০ থেকে সেই সংখ্যা একলাফে ৩২০। আফগান শহর মাজার-ই-শরিফে কম্পন অনুভূত হয়। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। পার্বত্য অঞ্চল মাজার-ই-শরিফে সোমবার ভোররাতে কম্পন অনুভূত হয়।
উল্লেখ্য, এর আগেও কেঁপেছে আফগানিস্তান। গত সপ্তাহেই সেখানে আঘাত হানে ৪.৩ মাত্রার ভূমিকম্প। জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে, যা পরবর্তী আফটারশকের আশঙ্কা তৈরি করেছিল।
প্রসঙ্গত, প্রায়ই ভূমিকম্প হয় আফগানিস্তানে। তবে সম্প্রতি কয়েক মাসে আফগানিস্তানে প্রতিটি ভূমিকম্পই শক্তিশালী ছিল। গত ৩১ আগস্ট পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৬।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ