হলিউডে শোকের ছায়া,প্রয়াত অভিনেত্রী ডায়ান ল্যাড
লস অ্যাঞ্জেলেস, ৪ নভেম্বর (হি.স.) : হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড সোমবার ৮৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার বাড়িতে প্রয়াত হয়েছেন। এদিন ডায়ান ল্যাডের মৃত্যু সংবাদ জানিয়েছেন মেয়ে অভিনেত্রী লরা ডার্ন । ডায়ান ল্যাড সাত দশকের দীর্ঘ অভিনয় কেরিয
হলিউডে শোকের ছায়া,প্রয়াত অভিনেত্রী ডায়ান ল্যাড


লস অ্যাঞ্জেলেস, ৪ নভেম্বর (হি.স.) : হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড সোমবার ৮৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার বাড়িতে প্রয়াত হয়েছেন। এদিন ডায়ান ল্যাডের মৃত্যু সংবাদ জানিয়েছেন মেয়ে অভিনেত্রী লরা ডার্ন ।

ডায়ান ল্যাড সাত দশকের দীর্ঘ অভিনয় কেরিয়ারে তিনবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি অ্যালিস ডোন্ট লিভ হিয়ার অ্যানিমোর (১৯৭৪), ওয়াইল্ড অ্যাট হার্ট (১৯৯০) ও র‍্যাম্বলিং রোজ (১৯৯১)-এ অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন।

মিসিসিপি-র মেরিডিয়ান শহরে জন্মগ্রহণ করা ডায়ান ল্যাড ১৯৫০-এর দশকে নিউ ইয়র্ক স্টেজে অভিনয় শুরু করেন। তাঁর ফিল্ম ও টেলিভিশনে ১২০টিরও বেশি ক্রেডিট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য চায়নাটাউন, হোয়াইট লাইটনিং এবং পেরি ম্যাসন, দ্য ফিউজিটিভ সিরিজে অতিথি চরিত্র।

২০১০ সালে ল্যাড, তাঁর মেয়ে লরা ডার্ন ও প্রাক্তন স্বামী ব্রুস ডার্নের সঙ্গে হলিউড ওয়াক অফ ফেমে একটি যৌথ তারকা পান,যা তাঁদের পরিবারের সিনেমার ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি। অভিনয়ের পাশাপাশি তিনি লেখক হিসেবেও সক্রিয় ছিলেন; ২০০৬ সালে স্মৃতিকথা এবং ২০২৩ সালে মেয়ের সঙ্গে যৌথ স্মৃতিকথা “হানি, বেবি, মাইন ” প্রকাশ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande