
মুম্বই, ৪ নভেম্বর (হি. স.): বলিউড সুপারস্টার সলমান খানের বহু প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান-এ অভিনয় করতে চলেছেন। সিকান্দার-এর মাঝারি সাফল্যের পর, দর্শকরা এখনও ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রযোজকরা ঘন ঘন আপডেট শেয়ার করছেন, যা ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। তবে, ভক্তরা হতাশ হতে পারে, কারণ ছবিটির জন্য অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।
অপূর্ব লাখিয়া পরিচালিত, ছবিটি প্রথমে ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। যেটা জুলাই বা আগস্টে মুক্তি পেতে পারে। ছবিটি ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী এবং চীনা সৈন্যদের মধ্যে সাংঘাতিক যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি। যেখানে ২০ জন ভারতীয় সেনা সদস্য শহীদ হয়েছিলেন। ছবিতে সালমান খানের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিং, অভিলাষ চৌধুরী, অঙ্কুর ভাটিয়া, সিদ্ধার্থ মুলি, ভিপিন ভরদ্বাজ, জেন শ, হীরা সোহল, হারশীল শাহ এবং অভিশ্রী সেনকে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন