
মুম্বই, ৪ নভেম্বর (হি. স.) : মঙ্গলবার সকাল থেকেই পতন ভারতের শেয়ার বাজারে। টানা পতন দেখা গিয়েছে সব সূচকে। বোম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ৫১৯.৩৪ পয়েন্টের বেশি হারিয়ে ৮৩,৪৫৯.১৫-এর কাছাকাছি গিয়ে থেমেছে, অন্যদিকে নিফটি প্রায় ১৬৫.৭০ পয়েন্ট পতন ঘটিয়ে ২৫,৫৯৭.৬৫-এর কাছাকাছি বন্ধ হয়েছে। বাজারের এই বড়সড় পতনের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক বিক্রি এবং দ্বিতীয় ত্রৈমাসিকের মাঝারি মানের ফলাফল।
৩০ শেয়ারের সেনসেক্সে দিনের সেরা পারফর্মার ছিল টাইটান, ভারতী এয়ারটেল, বাজাজ ফাইন্যান্স, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে বড় পতন দেখা গেছে সান ফার্মা, আদানি পোর্টস, বাজাজ ফিনসার্ভ, অ্যাক্সিস ব্যাঙ্ক ও হিন্দুস্তান ইউনিলিভার-এর শেয়ারে।
এনএসই-র ৫০ শেয়ারের নিফটি সূচকে নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ০.৮২ শতাংশ নেমে গেছে। সেক্টরভিত্তিকভাবে নিফটি কনজিউমার ডিউরেবলস সূচক সামান্য ০.৩৯ শতাংশ বেড়েছে, তবে নিফটি মেটাল সূচকে দেখা গেছে ১.৪৪ শতাংশের বড় পতন।
মঙ্গলবার দিনের শুরুতেই বাজারে অস্থিরতার ইঙ্গিত মেলে। সেনসেক্স খোলে ৮৩,৯৬৪ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় মাত্র ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নিফটি খোলে ২৫,৭৬৭-এ, যা প্রায় ৩ পয়েন্ট নিচে ছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি