রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) : রাস পূর্ণিমাতে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন , সবাইকে জানাই রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য, বৈষ্ণব ধর্মের উৎসব রাস। বৈষ্ণবী
রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) : রাস পূর্ণিমাতে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন , সবাইকে জানাই রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।

উল্লেখ্য, বৈষ্ণব ধর্মের উৎসব রাস। বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল - শ্রী কৃষ্ণের প্রেম - প্রকৃতির উৎসব। গোপিনী - সহ রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায়। তবে, বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ রয়েছে। কোথাও শারদ রাসের, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়।

প্রসঙ্গত, রাধাকৃষ্ণের প্রেমের উৎসব হল রাসযাত্রা। রাজা কৃষ্ণচন্দ্রের এবং গিরিশচন্দ্রের সময়ের পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের প্রচলন ঘটে। রাধাকৃষ্ণের আরাধনাই মূল বিষয় হলেও অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande