তিনবার পিছিয়ে পড়ে বার্সেলোনার ড্র
বার্সেলোনা, ৬ নভেম্বর(হি.স.): একবার নয়, দুবারও নয়, তিন তিনবার। বেলজিয়াম ক্লাব ব্রুগের কাছে পিছিয়ে পড়েও বার্সেলোনা সমতায় ফিরে আদায় করে নিয়েছে এক পয়েন্ট। ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে। শুরুতেই এগিয়ে যায় ব্রুজ, ফেররান তরেসের গোলে একটু পরেই সমতা ফেরায় ব
তিনবার পিছিয়ে পড়ে বার্সিলোনার ড্র


বার্সেলোনা, ৬ নভেম্বর(হি.স.): একবার নয়, দুবারও নয়, তিন তিনবার। বেলজিয়াম ক্লাব ব্রুগের কাছে পিছিয়ে পড়েও বার্সেলোনা সমতায় ফিরে আদায় করে নিয়েছে এক পয়েন্ট।

ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে। শুরুতেই এগিয়ে যায় ব্রুজ, ফেররান তরেসের গোলে একটু পরেই সমতা ফেরায় বার্সেলোনা। সপ্তদশ মিনিটে আবার গোল হজমের অনেকটা সময় পিছিয়ে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ইয়ামালের গোলে সমতা ফেরে তারা। দুই মিনিট বাদে ফের পিছিয়ে পড়ার পর, প্রতিপক্ষের আত্মঘাতী গোলে হার এড়ায় বার্সেলোনা!

৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নেয় বার্সেলোনা, ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ব্রুজের ১০ শটের ছয়টি ছিল লক্ষ্যে।

৪ ম্যাচে এটা বার্সার প্রথম ড্র। ২টি জয়ের বিপরীতে হার একটি। টেবিলে তাদের স্থান ১১ নম্বরে। ব্রুগ ৪ পয়েন্ট নিয়ে আছে ২২ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন মিউনিখ।

এদিনের অন্য ম্যাচগুলোর মধ্যে ওসিমহেনের হ্যাটট্রিকে আয়াক্সকে ৩-০ গোলে হারিয়েছে গ্যালাতসারে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিউক্যাসলের জয় ২-০ গোলে। লেভারকুসেন বেনফিকার বিপক্ষে তুলে নিয়েছে ১-০ ব্যবধানের জয়, কাইরাতের বিপক্ষে ইন্টার মিলানের জয় ২-১ গোলে ও মার্শেই আটালান্টার কাছে হেরেছে ১-০ গোলে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande