মহিলা অনূর্ধ্ব ১৯ টি - ২০, সল্টলেকে বাংলা দলের অনুশীলন পুরোদমে
কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব ১৯, টি - ২০, ট্রফি ক্রিকেটে শেষ আটের খেলায় বাংলার প্রস্তুতি তুঙ্গে। মহারাষ্ট্রের বিরুদ্ধেই আগামী শনিবার কলকাতায় উভয় দল পরস্পরের মধ্যেই মুখোমুখি হবে। বৃহস্পতিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতী
বাংলা দলের অনুশীলন পর্বে জোরকদমেই প্রস্তুতি


কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব ১৯, টি - ২০, ট্রফি ক্রিকেটে শেষ আটের খেলায় বাংলার প্রস্তুতি তুঙ্গে। মহারাষ্ট্রের বিরুদ্ধেই আগামী শনিবার কলকাতায় উভয় দল পরস্পরের মধ্যেই মুখোমুখি হবে। বৃহস্পতিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলা দলের খেলোয়াড়রা। বাংলা দলের প্রধান কোচ রুমেলী ধর এদিন আগাগোড়া উপস্থিত ছিলেন। এছাড়াও ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, দলের কোচ পারমিতা রায় এবং সাপোর্ট স্টাফদের যোগদান ছিল এদিনের অনুশীলন পর্বে। কোচ জানিয়েছেন, মহিলা খেলোয়াড়রা যথারীতি গা - ঘামিয়েছেন। আগামী শনিবার মহারাষ্ট্রের বিরুদ্ধেই খেলতে নামছে বাংলা ক্রিকেট দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande