
অমৃতসর,৬ নভেম্বর (হি. স.) : ফের বাংলার জয়জয়কার। ফুটবলে চ্যাম্পিয়নের খেতাব জিতল বাংলা। সাব জুনিয়র জাতীয় (পুরুষ) ফুটবলে প্রায় এক দশক পর বৃহস্পতিবার সুদূর পাঞ্জাবের মাটিতে জয়। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন তথা সংক্ষেপে আই এফ এর সূত্রে জানা গিয়েছে যে, ১০ বছর পরে সাব - জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সেরার খেতাব বাংলার ঝুলিতেই। এই জয় হ্যাটট্রিক থেকেই আসে। জয়সূচক গোলের কারিগর - সাগ্নিক কুন্ডু।
পাঞ্জাবের অমৃতসরে শ্রী গুরু হর গোবিন্দ সাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দিল্লি'কে বাংলা ৩ - ০ গোলে হারিয়েছে। আগাগোড়া ওই টুর্নামেন্টে গোলের মধ্যে থাকা সাগ্নিক কুণ্ডু এদিনও হ্যাটট্রিক করেছে। বাংলার কোচ গৌতম ঘোষ প্রতিক্রিয়ায় জানান - এই সাফল্যের কৃতিত্ব ফুটবলারদের। এদিকে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, সন্তোষ ট্রফিতে সাফল্য দিয়েই ২০২৫, চলতি বছরের ট্রফি জয়ের যাত্রা শুরু হয় বাংলা ফুটবলের। সুতরাং বছরের শেষ দিকে সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন খেতাব জিতল বাংলা। এ রাজ্যের ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি পালক যোগ হল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত