আর্জেন্টিনা সহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন
হের্ৎসোগেনাউরাখ, ৬ নভেম্বর(হি.স.): আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। অ্যাডিডাস যে ২২ দেশের জার্সি উন্মো
আর্জেন্টিনাসহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন


হের্ৎসোগেনাউরাখ, ৬ নভেম্বর(হি.স.): আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

অ্যাডিডাস যে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে তাঁদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের জার্সি সহ আরও বেশকিছু দেশের জার্সি, যারা এরই মধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কিংবা বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত। মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাঁদের জার্সিই উন্মোচন করা হয়েছে।

অ্যাডিডাসের উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের জার্সি। নতুন আকাশী-নীল এবং সাদা জার্সিতে উল্লম্ব স্ট্রাইপ রয়েছে, তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে। আলবিসেলেস্তেদের জয় করা ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande