
জাকার্তা, ৭ নভেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল ক্যাম্পাসে অবস্থিত একটি মসজিদে শুক্রবারের নামাজের সময় বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, উত্তর জাকার্তার কেলাপা গান্ডাং এলাকায় এই বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, ৫৪ জন আহতকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন। অন্যদের চিকিৎসা চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি