
- ‘এন্টারপ্ৰাইজ আসাম – বিকশিত ভারত ২০৪৭’ স্লোগানের অধীনে অসমের উদ্যোগী এবং ছাত্ৰছাত্ৰীদের সঙ্গে মতবিনিময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
জাগিরোড (অসম), ৭ নভেম্বর (হি.স.) : বিকাশের এক সুবর্ণ মুহূৰ্তের সাক্ষী হতে চলেছে অসম। প্ৰত্যাহ্বান গ্ৰহণ করে উদ্যোগ শুরু করতে যুবপ্ৰজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি আজ ‘এন্টারপ্ৰাইজ আসাম – বিকশিত ভারত ২০৪৭’ স্লোগানের অধীনে অসমের উদ্যোগী এবং ছাত্ৰছাত্ৰীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
অসমের মরিগাঁও জেলার অন্তর্গত জাগিরোডে টাটা গ্রুপের ২৭ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষে নির্মীয়মাণ সেমিকন্ডাক্টর প্রকল্পের অগ্রগতি এবং অন্যান্য নানা বিষয়ে পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এখানে টাটা ইলেকট্রনিক্সের আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) ইউনিটের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছেন তিনি। এর সর্বোচ্চ ম্যানুফ্যাকচারিং সুবিধা ইত্যাদির বিষয়েও তিনি বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে সবিশেষ অবগত হয়েছেন।
আজ শুক্ৰবার দুপুরে গুয়াহাটির বড়ঝাড় বিমানবন্দর থেকে নির্মলা সীতারমণকে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সোজা চলে আসেন টাটা সেমিকন্ডাক্টর প্ৰকল্পে। প্রকল্প পরিদর্শনের পর 'এন্টারপ্ৰাইজ আসাম - বিকশিত ভারত ২০৪৭' শীৰ্ষক এক আলোচনাচক্রে অংশগ্ৰহণ করেন নির্মলা। আলোচনাচক্রে দুই শতাধিক ছাত্ৰছাত্ৰী, স্টাৰ্ট-আপ এবং উদ্যোগীগণ উপস্থিত ছিলেন।
আলচনাচক্রে প্রদত্ত ভাষণে অসমের উদীয়মান ঔদ্যোগিক এবং উদ্ভাবনের পরিবেশে যুবক-যুবতীদের জন্য সম্প্ৰসারিত সুযোগ-সুবিধাগুলির ওপর আলোকপাত করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে এখন অপরিসীম সুযোগ এসেছে। একটি ঔদ্যোগিক গোষ্ঠী প্ৰতিষ্ঠিত হলেই কয়েকটি আনুষঙ্গিক উদ্যোগের উত্থান হওয়ার সম্ভাবনা গড়ে ওঠে। যার ফলে যুবক-যুবতীদের জন্য অধিক কৰ্মসংস্থানের পথ সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, ‘অসম বিকাশের এক সুবর্ণ মুহূৰ্তের সাক্ষী হতে চলেছে। অসমের যুবক-যুবতীদের এগিয়ে যেতে, প্ৰত্যাহ্বান গ্ৰহণ করতে এবং নিজস্বভাবে উদ্যোগ স্থাপন করার আহ্বান জানাচ্ছি।’
সীতারমণ বলেন, ‘শিল্পনীতিত দূরদৰ্শিতা এবং গতিশীলতা প্ৰদৰ্শন করে অসম অৰ্ধপরিবাহী নিৰ্মাণগোষ্ঠী আনতে অগ্ৰভাগ নিয়েছে। মাত্ৰ দশ দিন আগে মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নরেন্দ্ৰ মোদী গবেষণা এবং উন্নয়নের জন্য এক লক্ষ কোটি টাকার তহবিল শুরু করেছেন। এই তহবিল কেবল সরকারি প্ৰতিষ্ঠানের জন্য নয়, উদ্ভাবন এবং গবেষণাকে প্ৰসারিত করতে গোটা দেশের বেসরকারি ক্ষেত্রের প্ৰতিষ্ঠানগুলির জন্য সুলভ করে তোলা হয়েছে।’
কেন্ৰী্ঠয় অৰ্থমন্ত্ৰী আলোকপাত করে বলেন, এই পদক্ষেপে উদ্ভাবন, ঔদ্যোগীকরণ এবং নিয়োগের এক পরিবেশ গড়ে তুলবে, অসমকে ‘বিকশিত ভারত @২০৪৭-এর দৃষ্টিভঙ্গীর দিকে এগিয়ে নেবে।
আজ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা এবং মরিগাঁওয়ের চড়াইবহী শংকরদেব বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ রাষ্ট্ৰীয় গীত ‘বন্দেমাতরম’-এর সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে গণ-স্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করেছেন৷
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস