
জাকার্তা, ৭ নভেম্বর, (হি.স.): ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুল-কমপ্লেক্সের ভেতর অবস্থিত এক মসজিদে শুক্রবার নমাজ চলাকালানী বিস্ফোরণে অন্তত ৫৫ জন আহত হন। তাঁদের মধ্যে রয়েছে স্কুল শিক্ষক এবং পড়ুয়ারাও।
কেল্লাপা গাডিং এলাকায় অবস্থিত এই মসজিদে বিস্ফোরণের পর ৫৫ জনকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জাকার্তা সিটি পুলিশ জানিয়েছে। অনেকের শরীরই ঝলসে গিয়েছে। কারও মাথা ফেটেছে। অনেকের আঘাত গুরুতর।
তবে বিস্ফোরণের ঘটনায় মসজিদের সে ভাবে বড় কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে দুপুর সাড়ে ১২ টা নাগাদ। বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছয়। এছাড়াও মোতায়েন করা হয়েছে অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত