
জুরিখ, ৭ নভেম্বর (হি.স.): ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে। ২০২৫ সালের বর্ষসেরার দৌড়ে ব্রাজিলের ২ ও আর্জেন্টিনার ১ ফুটবলার আছেন। তবে এই তালিকায় আধিক্য দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজির খেলোয়াড়দের।
ফিফার বিশেষজ্ঞ প্যানেল ছয় ক্যাটাগরিতে সেরাদের তালিকা করেছে। মহিলা ও পুরুষদের ক্যাটাগরিতে সেরা ফুটবলার, সেরা কোচ ও সেরা গোলরক্ষকের তালিকা প্রকাশিত হয়েছে।
আগামী বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এই পুরস্কার।
দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৫ এর তালিকায় আছেন যারা:
বর্ষসেরা পুরুষ ফুটবলার:
উসমান দেম্বেলে (ফ্রান্স/পিএসজি)
আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)
হ্যারি কেইন (ইংল্যান্ড/বায়ার্ন মিউনিখ)
কিলিয়ান এমবাপে(ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
নুনো মেন্দেস (পর্তুগাল/পিএসজি)
কোল পামার (ইংল্যান্ড/চেলসি)
পেদ্রি গনজালেস (স্পেন/বার্সিলোনা)
রাফিনিয়া (ব্রাজিল/বার্সিলোনা)
মোহামেদ সালাহ (মিসর/লিভারপুল)
ভিতিনিয়া (পর্তুগাল/পিএসজি)
লামিন ইয়ামাল (স্পেন/বার্সিলোনা)।
বর্ষসেরা মহিলা ফুটবলার:
স্যান্ডি বাল্টিমোর (ফ্রান্স/চেলসি)
নাতালি বিয়র্ন (সুইডেন/চেলসি)
আইতানা বোনমাতি (স্পেন/বার্সিলোনা)
লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড/চেলসি)
মারিওনা কালদেন্তে (স্পেন/আর্সেনাল)
তেমওয়া চাওয়িংগা (মালাওয়ি/কানসাস সিটি কারেন্ট)
দিয়ানি কাদিদিয়াতো (ফ্রান্স/লিওঁ)
মেলচি দুমরনে (হাইতি/লিওঁ)
পাতরি গিহারো (স্পেন/বার্সিলোনা)
লিন্ডসে হিপস (যুক্তরাষ্ট্র/লিওঁ)
লরেন জেমস (ইংল্যান্ড/চেলসি)
ক্লোয়ি কেলি (ইংল্যান্ড/ম্যানসিটি, আর্সেনাল)
ইভা পাজর (পোল্যান্ড/বার্সিলোনা)
ক্লদিয়া পিনা (স্পেন/বার্সিলোনা)
অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন/বার্সেলোনা)
অ্যালেসিয়া রুসো (ইংল্যান্ড/আর্সেনাল)
লিয়াহ উইলিয়ামসন (ইংল্যান্ড/আর্সেনাল)
সেরা পুরুষ কোচ:
হাভিয়ের আগিরে (মেক্সিকো)
মিকেল আর্তেতা (আর্সেনাল)
লুইস এনরিকে (পিএসজি)
হানসি ফ্লিক (বার্সিলোনা)
এনজো মারেসকা (চেলসি)
রবের্তো মার্তিনেজ (পর্তুগাল)
আর্নে স্লট (লিভারপুল)
সেরা মহিলা কোচ:
সোনিয়া বমপাস্তর (চেলসি)
জনাথন গিরালদেজ (ওয়াশিংটন স্পিরিট/লিওঁ)
সেব হিনেস (অরল্যান্ডো প্রাইড)
রেনে স্লেজার্স (আর্সেনাল)
সারিনা ভিগমান (ইংল্যান্ড)
সেরা পুরুষ গোলরক্ষক:
আলিসন বেকার (ব্রাজিল/লিভারপুল)
থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
জিয়ানলুইজি দোনারুম্মা (ইতালি/পিএসজি, ম্যানসিটি)
এমি মার্তিনেজ (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা)
ম্যানুয়েল নয়্যার (জার্মানি/বায়ার্ন মিউনিখ)
দাভিদ রায়া (স্পেন/আর্সেনাল)
ইয়ান সমের (সুইজারল্যান্ড/ইন্টার মিলান)
ভয়চেখ শেজনি (পোল্যান্ড/বার্সিলোনা)
সেরা মহিলা গোলরক্ষক:
অ্যান ক্যাটরিন বার্গার (জার্মানি/গথাম এফসি)
ক্যাটা কোল (স্পেন/বার্সিলোনা)
ক্রিশ্চিয়ান এন্ডলার (চিল/অলিম্পিক লিওঁ)
হ্যানা হ্যাম্পটন (ইংল্যান্ড/চেলসি)
অ্যানা মুরহাউজ (ইংল্যান্ড/অরল্যান্ডো প্রাইড)
চিয়ামাকা নান্দোজি (নাইজেরিয়া/পিএসজি, ব্রাইটন)
ফ্যালন তুলিস জয়েস (যুক্তরাষ্ট্র/ম্যানসিটি)
ফ্যান অ্যাওয়ার্ড:
আলেহান্দ্রো সিগানোত্তো (আর্জেন্টিনা)
মানোলো এল দেল বম্বো (স্পেন) (মরণোত্তর)
জাখো (ইরাক)
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি