অসমে ২৭ হাজার কোটি টাকার টাটা সেমিকন্ডাক্টর প্ৰকল্পের অগ্ৰগতি পর্যালোচনা নিৰ্মলার
জাগিরোড (অসম), ৭ নভেম্বর (হি.স.) : অসমের মরিগাঁও জেলার অন্তর্গত জাগিরোডে টাটা গ্রুপের ২৭ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষে নির্মীয়মাণ সেমিকন্ডাক্টর প্রকল্পের অগ্রগতি এবং অন্যান্য নানা বিষয়ে পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ শ
টাটা সেমিকন্ডাক্টর প্ৰকল্পে কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমণ


জাগিরোড (অসম), ৭ নভেম্বর (হি.স.) : অসমের মরিগাঁও জেলার অন্তর্গত জাগিরোডে টাটা গ্রুপের ২৭ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষে নির্মীয়মাণ সেমিকন্ডাক্টর প্রকল্পের অগ্রগতি এবং অন্যান্য নানা বিষয়ে পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আজ শুক্ৰবার দুপুরে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করে নির্মলা সোজা চলে আসেন জাগিরোডে। এখানে টাটা ইলেকট্রনিক্সের আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) ইউনিটের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছেন তিনি। এর সর্বোচ্চ ম্যানুফ্যাকচারিং সুবিধা ইত্যাদির বিষয়েও তিনি বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে সবিশেষ অবগত হয়েছেন।

অর্থমন্ত্রী নিৰ্মলা সীতারমণ সেমিকন্ডাক্টর নির্মাণ তত্ত্বাবধানকারী আধিকারিকদের সঙ্গে প্রকল্পের বিদ্যমান অবস্থা এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আপডেট নিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande