
বারাণসী, ৭ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্ধ্যায় একটি বিশেষ বিমানে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসীতে পৌঁছান। বিজেপি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা বাবতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী এখানে দুই দিন থাকবেন। কাশীতে তাঁর অবস্থানকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বারেকা গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা হয়। কাশীতে দুই দিনের সফরে থাকা প্রধানমন্ত্রী বারেকা গেস্ট হাউসে শুক্রবার সন্ধ্যায় বিজেপি নেতা এবং জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। পরের দিন, ৮ নভেম্বর প্রধানমন্ত্রী বারেকা গেস্ট হাউস থেকে বারাণসী রেলওয়ে স্টেশনে যাবেন। সেখানে আধুনিক রেলব্যবস্থার সম্প্রসারণের অংশ হিসেবে আরও চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবেশে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বাবতপুর বিমানবন্দর থেকে বিহারের দারভাঙ্গার উদ্দেশ্যে রওনা হবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও উপস্থিত থাকবেন। জনসভায় ভাষণ দেওয়ার পর, প্রধানমন্ত্রী মোদী বাবতপুর বিমানবন্দর থেকে বিহারের দারভাঙ্গার উদ্দেশ্যে রওনা হবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই সফরে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং বারেকা গেস্ট হাউস কমপ্লেক্সের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে। বেনারস রেলওয়ে স্টেশন এবং বারেকার আশেপাশের পুরো এলাকাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। কাছাকাছি ভবনের ছাদে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি কার্যকলাপ সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি