
তিরুবনন্তপুরম, ৭ নভেম্বর (হি. স.) : এবার কেরলে হতে চলেছে কুম্ভমেলা। জানা গিয়েছে, আগামী বছরের শুরুতেই কুম্ভমেলার আয়োজন হতে চলেছে।
সূত্রের খবর, ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেরলের মলপ্পুরমে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরে ভরতপুঝা মন্দিরের তীরে কুম্ভ মেলা আয়োজিত হবে। ভরতপুঝা মন্দিরের তীরে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দিরের ধারে ঐতিহ্যশালী মামানাকাম উৎসব হয়। কুম্ভের মতো এই মেলাও ১২ বছর অন্তর হয়। এবার সেটাকেই কুম্ভমেলার আকার দেওয়া হচ্ছে। কুম্ভের মতোই যাবতীয় রীতিনীতি পালন করা হবে। আয়োজন করা হবে পুণ্যস্নানেরও। আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে জুনা আখড়ার উপর। জুনা আখড়া দেশের বৃহত্তম ধর্মীয় আখড়াগুলির একটি। জুনা আখড়ার প্রধান মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী জানিয়েছেন, তাদের সংগঠনের নেতৃত্বেই পুরো কুম্ভমেলা আয়োজিত হবে কেরলে।
হিন্দুস্থান সমাচার / সোনালি