আহমেদ আল শারার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল রাষ্ট্রপুঞ্জ
দামাস্কাস, ৭ নভেম্বর (হি. স.) : প্রাক্তন আল কায়দা নেতা তথা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল শারার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল রাষ্ট্রপুঞ্জ । বৃহস্পতিবার ১৫ সদস্যের রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের চিন বাদে ১৪টি দেশই নিষেধা
আহমেদ আল শারার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল রাষ্ট্রপুঞ্জ


দামাস্কাস, ৭ নভেম্বর (হি. স.) : প্রাক্তন আল কায়দা নেতা তথা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল শারার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল রাষ্ট্রপুঞ্জ । বৃহস্পতিবার ১৫ সদস্যের রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের চিন বাদে ১৪টি দেশই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছে।

রাষ্ট্রপুঞ্জের এই সিদ্ধান্তের ফলে সিরিয়ায় সংখ্যালঘু শিয়া এবং দ্রুজদের উপর সুন্নি জঙ্গি-শাসকদের অত্যাচারের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা বিভিন্ন মহলের।

গত বছর ডিসেম্বর মাসে সিরিয়ায় সুন্নি জঙ্গিগোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জইশ আল ইজ্জার যৌথবাহিনীর হাতে রাজধানী দামাস্কাস দখল এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটেছিল।

আসাদ পরিবার নিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন মিত্র দেশ রাশিয়ায়। ওই গৃহযুদ্ধপর্বে এইচটিএস বাহিনীকে মদত দিয়েছিল আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য তুরস্ক। চলতি বছরের মে মাসে সৌদি আরবের রিয়াধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আল-শারা। সেখানেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি মিলেছিল। এরপর বৃহস্পতিবার মিলল নিষেধাজ্ঞা প্রত্যাহার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande