
হাফলং (অসম), ৮ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত হারাঙ্গাজাওয়ে বেড়াতে এসে জলে ডুবে সন্ধানহীন হয়ে গিয়েছেন শিলচর এনআইটির দুই ছাত্রী এবং এক ছাত্র।
ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ জানিয়েছেন, আজ শনিবার শিলচর এনআইটির প্রথম বর্ষের দুই ছাত্রী ও এক ছাত্র হারাঙ্গাজাওয়ে বেড়াতে এসেছিলেন। হারাঙ্গাজাওয়ে এসে তাঁরা পাৰ্শ্ববৰ্তী বাহকল জলপ্রপাতে যান। সেখানেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। তবে জলপ্রপাতে পড়ে সন্ধানহীন দুই ছাত্রী ও এক ছাত্রের নাম এখনও জানা যায়নি, জানান এএসপি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, তিন ছাত্রছাত্রীর জলে ডুবে সন্ধানহীন হওয়ার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার ওসি লক্ষ্মীন্দর শইকিয়ার নেতৃত্বে পুলিশ এবং এসডিআরএফ-এর এক দল ঘটনাস্থলে যায়। তাঁরা জলপ্রপাতে সন্ধানহীন শিলচর এনআইটির দুই ছাত্রী ও এক ছাত্রকে উদ্ধার করতে অভিযান শুরু করেছেন।
এদিকে জানা গেছে, এই দুর্ঘটনার খবর পেয়ে শিলচর এনআইটি থেকে একটি দল হারাঙ্গাজাওয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব