
রঙিয়া (অসম), ৮ নভেম্বর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়া পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে নথিপত্রবিহীন চারটি মহিষ। অবৈধ পশুসম্পদ পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার রঙিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ২৭ নম্বর জাতীয় সড়কে নাকাপয়েন্ট গড়ে অভিযান চালিয়েছিল পুলিশ। মধ্য রাতে এএস ০১ ডিসি ১৬০৮ নম্বরের একটি অশোক লিলেন্ড লরির গতিরোধ করে চারটি মহিষ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে বরপেটা জেলার কলগাছিয়া থানাধীন ভালুগুড়ি গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ এবং হাকিম উদ্দিনকে আটক করে পুলিশ। আটক করা হয়েছে লরি-চালক সুরজ মাহাতোকেও।
মহিষগুলির কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি দুই পশুসম্পদ পাচারকারী আব্দল ও হাকিম। জেরায় তারা নাকি জানিয়েছে, দরং জেলার বাংলাগড় বাজার থেকে মহিষগুলি তারা কিনেছে। মহিষগুলি কলগাছিয়ায় নিয়ে যাচ্ছিল।
এদিকে চারটি মহিষকে রঙিয়ার কনিহায় অবস্থিত গোশালায় রাখা হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে রঙিয়া থানার সূত্রটি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস