গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৪
শামলি, ৮ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের শামলি জেলায় পানিপত–খটিমা মহাসড়কে বুটরাডা ফ্লাইওভারের কাছে শুক্রবার রাতের দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম পরমজিৎ, সাহিল, বিবেক ও আশিষ। মৃতদের মধ্যে পরমজিৎ-এর ব
গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৪


শামলি, ৮ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের শামলি জেলায় পানিপত–খটিমা মহাসড়কে বুটরাডা ফ্লাইওভারের কাছে শুক্রবার রাতের দুর্ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম পরমজিৎ, সাহিল, বিবেক ও আশিষ। মৃতদের মধ্যে পরমজিৎ-এর বিয়ে ছিল রবিবারে। বিয়ের আগে গঙ্গা স্নান করার পরিকল্পনা করেছিল। সাহিল তার দাদা সাহিল সঙ্গে নিয়ে চারজন নিয়ে হরিদ্বারে গঙ্গাস্নানে যাচ্ছিল।

এক পুলিশ আধিকারিক জানান , গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার কারণে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির ভিতরে মদ্যপানের বোতলও পাওয়া গেছে, সম্ভবত তারা মত্ত অবস্থায় ছিল।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande