
শিলচর (অসম), ৮ নভেম্বর (হি.স.) : শিলচরে হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ পার্কিং রুখতে যৌথ অভিযানের উদ্যোগ নিয়েছেন পুরনিগম কর্তৃপক্ষ। রাঙিরখাড়ি পয়েন্ট থেকে শিলচর মেডিক্যাল কলেজ রোড পর্যন্ত রাস্তাজুড়ে নির্বিচারে গাড়ি দাঁড় করানোর অভিযোগে পুরনিগম এই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গুরুত্বপূর্ণ রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে পার্ক করা যানবাহনগুলির দরুন রোগী, সহযাত্রী এবং জরুরি পরিষেবার যানবাহন বেজায় অসুবিধার সম্মুখীন হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে, এ ধরনের বেপরোয়া পার্কিঙের দরুন অ্যাম্বুলেন্স চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং পিক-আওয়ারে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা পরিবহণ বিভাগ (ডিটিও), পুলিশ এবং শিলচর পুর নিগমের আধিকারিকদের সমন্বয়ে এক যৌথ অভিযান চালানো হবে। নিষিদ্ধ এলাকায় বা হাসপাতাল সংলগ্ন সড়কে পার্ক করা গাড়ি-মালিকদের বিরুদ্ধে জরিমানা বা অন্যান্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
অবৈধ পার্কিং প্রসঙ্গে পুরনিগমের কমিশনর সৃষ্টি সিং গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘হাসপাতালের প্রবেশপথে নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। স্বাস্থ্য প্রতিষ্ঠানের সামনে অবৈধ পার্কিং কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কারণ এটি সরাসরি জরুরি পরিষেবাকে প্রভাবিত করে। আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব এবং প্রয়োজনে তাৎক্ষণিক জরিমানা আরোপ করা হবে।’
তিনি আরও বলেন, ‘শিলচরের প্ৰধান প্রধান হাসপাতাল সংলগ্ন রাস্তাগুলি যেন কোনও বাধা ছাড়াই খোলা থাকে, সেটিই আমাদের লক্ষ্য। এটি শুধুমাত্র শাস্তিমূলক পদক্ষেপ নয়, নাগরিক শৃঙ্খলা প্রতিষ্ঠার এক প্রচেষ্টা। প্রত্যেক নাগরিকেরই বোঝা উচিত, তাঁর ব্যক্তিগত সুবিধার জন্য অন্যের জরুরি অবস্থাকে বিঘ্নিত করা অন্যায়।’ পুর কমিশনার সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন নির্দিষ্ট পার্কিং স্পেস ব্যবহার করে ট্রাফিক নিয়ম মেনে চলেন।
বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস