ফেসবুকে সাম্প্রদায়িক প্রচারণা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ঐক্য পরিষদের
ঢাকা, ৮ নভেম্বর, (হি.স.): বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও ধর্মীয় উস্কানীদাতাদের চিহ্নিত করার দাবি জানাল ঐক্য পরিষদ। এই সঙ্গে দোষীদের বিরুদ্ধে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও এধরণের প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহ
ঐক্য পরিষদ


ঢাকা, ৮ নভেম্বর, (হি.স.): বাংলাদেশে

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও ধর্মীয় উস্কানীদাতাদের চিহ্নিত করার দাবি জানাল ঐক্য পরিষদ। এই সঙ্গে দোষীদের বিরুদ্ধে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও এধরণের প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শনিবার এক প্রেস বিবৃতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তরফে জানানো হয়েছে, “আমরা লক্ষ্য করছি যে, ‘#TMD’ অর্থাৎ ‘Total Maloun Death’ নামীয় হিন্দুবিদ্বেষী হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িক উস্কানী প্রচার করছে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী। এতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে ভীতি সঞ্চারিত হচ্ছে, যা মানবিক মূল্যবোধের পরিপন্থী।

এ ট্যাগটিকে ব্যবহার করে অসংখ্য ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ, অশ্লীল ও সহিংসতাপ্রবণ পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পড়ছে। যার ফলশ্রুতিতে দেশের ছাত্র ও যুব সমাজের মধ্যে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ দ্রুত ছড়াচ্ছে। এতে এক সম্প্রদায়ের প্রতি অন্য সম্প্রদায়ের সাম্প্রদায়িক বিদ্বেষ ক্রমবর্ধমান।

ঐক্য পরিষদ এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের সাম্প্রদায়িক প্রচারণার মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া হচ্ছে এবং সকল সম্প্রদায়ের সহাবস্থানের একটি স্বাধীন দেশে এ ধরণের ধর্মবিদ্বেষী সাম্প্রদায়িক অপ্রপ্রচারণা কখনো কাম্য হতে পারেনা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande