শাটডাউনে অচল আমেরিকার আকাশপথ, বাড়ছে যাত্রী দুর্ভোগ
ওয়াশিংটন, ৮ নভেম্বর (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের জেরে আকাশপথে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শুক্রবারই (ভারতীয় সময় অনুসারে শনিবার ) বাতিল হয়েছে প্রায় ১,২০০টি বিমান । বেতন ছাড়াই সপ্তাহের পর সপ্তাহ কাজ করা এয়ার ট্র্যাফিক কন্ট্
শাটডাউনে অচল আমেরিকার আকাশপথ, বাড়ছে যাত্রী দুর্ভোগ


ওয়াশিংটন, ৮ নভেম্বর (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের জেরে আকাশপথে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শুক্রবারই (ভারতীয় সময় অনুসারে শনিবার ) বাতিল হয়েছে প্রায় ১,২০০টি বিমান । বেতন ছাড়াই সপ্তাহের পর সপ্তাহ কাজ করা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের একাধিক কর্মীর চাপ কমাতে ফেডারেল প্রশাসন বিমানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) জানিয়েছে, আপাতত ফ্লাইট ৪ শতাংশ কমানো হয়েছে। রাজনৈতিক অচলাবস্থা না মেটলে তা আগামী সপ্তাহে ১০ শতাংশে পৌঁছাতে পারে। ফলে অ্যাটলান্টা, শিকাগো ও নিউয়ার্কের মতো ব্যস্ত বিমানবন্দরে তৈরি হয়েছে দীর্ঘ লাইন, বিলম্ব আর ভোগান্তি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম এই শাটডাউনে ১৩,০০০ কন্ট্রোলার ও ৫০,০০০ নিরাপত্তাকর্মী বেতনহীন, অনেকেই বাধ্য হয়ে অন্য কাজ খুঁজছেন। পরিবহনমন্ত্রী ডাফি সতর্ক করে বলেছেন, অর্থবরাদ্দ না হলে বিমান কমানোর সংখ্যা ২০ শতাংশে পৌঁছাতে পারে। রাজনৈতিক অচলাবস্থার এই প্রভাব এখন প্রশাসনের বাইরে গিয়ে সাধারণ মানুষের জীবনে পড়ছে। আর সেই চাপে ভুগছে পুরো আমেরিকার বিমান পরিষেবা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande