অস্ট্রেলিয়া বনাম ভারত: অভিষেক শর্মা টি- ২০ তে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ১০০০ রানের মালিক হলেন
ব্রিসবেন, ৮ নভেম্বর (হি.স.) : শনিবার ব্রিসবেনের গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম ম্যাচে অভিষেক শর্মা টি-২০ তে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। অভিষেক ২৮ ইনিংসে চার অঙ্কের রেকর্ড অতিক্রম করেন। বিরাট কোহলি দ্র
অস্ট্রেলিয়া বনাম ভারত: অভিষেক শর্মা টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ১০০০ রানের মালিক হলেন


ব্রিসবেন, ৮ নভেম্বর (হি.স.) : শনিবার ব্রিসবেনের গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম ম্যাচে অভিষেক শর্মা টি-২০ তে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।

অভিষেক ২৮ ইনিংসে চার অঙ্কের রেকর্ড অতিক্রম করেন। বিরাট কোহলি দ্রুততম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জনের রেকর্ডটি দখল করেন - তিনি ২৭ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন।

তবে অভিষেক শীর্ষ ১০ দলের মধ্যে বল (৫২৮) এর দিক থেকে দ্রুততম খেলোয়াড় হিসেবে এই রেকর্ডে পৌঁছান, তাঁর অধিনায়ক সূর্যকুমার যাদবের ৫৭৩ বলের রেকর্ডটি ছাড়িয়ে যান।

অস্ট্রেলিয়ার চলমান সফরে, ভারতীয় ওপেনার টি-২০ তে স্কোরিং চার্টে শীর্ষে রয়েছেন, এখনও পর্যন্ত ৪০.৭৫ গড়ে এবং ১৬১.৩৮ স্ট্রাইক রেট সহ ১৬৩ রান করেছেন।

টি-২০ তে দ্রুততম ১০০০ রান করা ভারতীয়:

**বিরাট কোহলি - ২৭ ইনিংসে।

**অভিষেক শর্মা - ২৮ ইনিংস

**কেএল রাহুল - ২৯ ইনিংস

**সূর্যকুমার যাদব - ৩১ ইনিংস

**রোহিত শর্মা - ৪০ ইনিংস

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande